
স্পোর্টস ডেস্ক : গত ৩০ জুন এএস রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে লিয়ান্দ্রো পারেদেসের। আর্জেন্টিনার এই বিশ্বচ্যাম্পিয়ন এবার ফ্রি এজেন্ট হিসেবে ফ্রি ট্রান্সফারে যোগ দিচ্ছেন স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সে। চুক্তি স্বাক্ষর করতে এরই মধ্যে এই ৩১ বছর বয়সী মিডফিল্ডার আর্জেন্টিনায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।

২০০২ সালে বোকা জুনিয়র্সের একাডেমিতে যোগ দেন পারেদেস। ২০১০ সালে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ২০১৫ পর্যন্ত বোকার হয়ে ৩১ ম্যাচ খেলে ৫টি গোল করেন তিনি। এর মাঝে ধারে শিয়েভো ও রোমার হয়েও খেলেন। ২০১৫ সালে রোমা স্থায়ী চুক্তিতে তাকে দলে ভেড়ায়। এক মৌসুম এম্পোলিতে ধারে খেলার পর জেনিত সেন্ট পিটার্সবার্গে যোগ দেন পারেদেস। সেখানে দারুণ পারফরম্যান্সে বড় ক্লাবগুলোর নজর কাড়েন।
কিউটিভি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০