ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শৈশবের ক্লাবে ফিরছেন বিশ্বকাপজয়ী পারেদেস

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৫ - ০৫:০০:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : গত ৩০ জুন এএস রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে লিয়ান্দ্রো পারেদেসের। আর্জেন্টিনার এই বিশ্বচ্যাম্পিয়ন এবার ফ্রি এজেন্ট হিসেবে ফ্রি ট্রান্সফারে যোগ দিচ্ছেন স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সে। চুক্তি স্বাক্ষর করতে এরই মধ্যে এই ৩১ বছর বয়সী মিডফিল্ডার আর্জেন্টিনায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা  বোম্বোনেরায় পারেদেসকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে। দীর্ঘ ১০ বছর পর শৈশবের ক্লাবে ফিরছেন এই বিশ্বচ্যাম্পিয়ন।

কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী আর্জেন্টিয়ান দলের অন্যতম সদস্য লিয়ান্দ্রো পারেদেস। ছবি: রয়টার্স

২০০২ সালে বোকা জুনিয়র্সের একাডেমিতে যোগ দেন পারেদেস। ২০১০ সালে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ২০১৫ পর্যন্ত বোকার হয়ে ৩১ ম্যাচ খেলে ৫টি গোল করেন তিনি। এর মাঝে ধারে শিয়েভো ও রোমার হয়েও খেলেন। ২০১৫ সালে রোমা স্থায়ী চুক্তিতে তাকে দলে ভেড়ায়। এক মৌসুম এম্পোলিতে ধারে খেলার পর জেনিত সেন্ট পিটার্সবার্গে যোগ দেন পারেদেস। সেখানে দারুণ পারফরম্যান্সে বড় ক্লাবগুলোর নজর কাড়েন।

২০১৯ সালে পিএসজি তাকে দলে ভেড়ায়। ২০২৩ পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে ১১৭ ম্যাচে ৩ গোল ১০টি অ্যাসিস্ট করেন পারেদেস। মাঝে ধারে জুভেন্টাসে এক মৌসুম কাটান। ২০২৩ সালে ফের রোমায় যোগ দেন তিনি। সব মিলিয়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে ১৩৫ ম্যাচে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

 

কিউটিভি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad