
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন ডু প্লেসি। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডু প্লেসি। ছাড়িয়ে গেছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে।
যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের দল টেক্সাস সুপার কিংসের হয়ে বর্তমানে খেলছেন ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫২ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ১৮৮ রান করে টেক্সাস। ৫১ রানে ম্যাচ জেতে তারা। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন ডু প্লেসি। এত দিন এই রেকর্ড ছিল কোহলির দখলে। অধিনায়ক হিসেবে ৬ হাজার ৫৬৪ রান করেছেন তিনি। তাকে ছাড়িয়ে গেছেন ডু প্লেসি।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন জেমস ভিন্স। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার মোট রান ৬ হাজার ৩৫৮। চার ও পাঁচ নম্বরে রয়েছেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ধোনি ৬ হাজার ২৮৩ ও রোহিত র্শা ৬ হাজার ৬৪ রান করেছেন। তবে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে রানের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এই ফরম্যাটে তার রান ১৩ হাজার ৫৪৩। ডু প্লেসি সেখানে ৪২২ ম্যাচে ১১,৮৪৭ রান করেছেন।
কিউটিভি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৮:৩৪