ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

কোহলিকে ছাড়িয়ে ডু প্লেসির রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৫ - ০৮:৩৫:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন ডু প্লেসি। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডু প্লেসি। ছাড়িয়ে গেছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে।

যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের দল টেক্সাস সুপার কিংসের হয়ে বর্তমানে খেলছেন ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫২ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ১৮৮ রান করে টেক্সাস। ৫১ রানে ম্যাচ জেতে তারা। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন ডু প্লেসি। এত দিন এই রেকর্ড ছিল কোহলির দখলে। অধিনায়ক হিসেবে ৬ হাজার ৫৬৪ রান করেছেন তিনি। তাকে ছাড়িয়ে গেছেন ডু প্লেসি।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন জেমস ভিন্স। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার মোট রান ৬ হাজার ৩৫৮। চার ও পাঁচ নম্বরে রয়েছেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ধোনি ৬ হাজার ২৮৩ ও রোহিত র্শা ৬ হাজার ৬৪ রান করেছেন। তবে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে রানের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এই ফরম্যাটে তার রান ১৩ হাজার ৫৪৩। ডু প্লেসি সেখানে ৪২২ ম্যাচে ১১,৮৪৭ রান করেছেন।

 

 

কিউটিভি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad