ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

দীপিকার সঙ্গে দেখা হলে অস্বস্তিতে ভোগেন আনুশকা

Anima Rakhi | আপডেট: ০৭ জুলাই ২০২৫ - ১০:২৯:০৩ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোন। দুজনের ক্যারিয়ার শুরু হয়েছে প্রায় একই সময়ে, দীপিকার ২০০৭ সালে আর আনুশকার ২০০৮-এ। দু’জনেই বেঙ্গালুরুর বাসিন্দা, পড়াশোনা করেছেন একই কলেজ মাউন্ট কারমেলে। এত মিল থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা গুঞ্জন। অনেকে মনে করেন তাঁদের মধ্যকার দূরত্বের নেপথ্যে রয়েছে অভিনেতা রণবীর সিং।

রণবীর সিংয়ের সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছিলেন আনুশকা। তখন বলিউডে জোর গুঞ্জন ছিল রণবীর-আনুশকার প্রেম চলছে। যদিও দু’জনের কেউই সে সম্পর্ক কখনও স্বীকার করেননি। পরবর্তীতে দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় আনুশকা-দীপিকার সম্পর্ক ঘিরে।

এই প্রসঙ্গে একবার সাংবাদিক রাজীব মাসান্দের একটি গোলটেবিল আলোচনায় খোলাখুলি কথা বলেন আনুশকা শর্মা। উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন ও রিচা চাড্ডাও। সেখানেই আনুশকা স্বীকার করেন দীপিকার সঙ্গে দেখা হলে তিনি ‘অস্বস্তি’ অনুভব করেন। তবে এর পেছনে ব্যক্তিগত কোনও দ্বন্দ্ব নেই বলেই দাবি করেন তিনি।

আনুশকা বলেন, ‘দীপিকা আর আমার মধ্যে কখনও ঝগড়া হয়নি। তাই অস্বস্তির কোনও বাস্তব কারণ নেই। তবে যেহেতু আমাদের নিয়ে অনেক বেশি কথা হয়, অনেক গসিপ তৈরি হয় সেই কারণেই দেখা হলে একটু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আমরা একই শহরের, একই কলেজের আমাদের একটা ইতিহাস আছে। কিন্তু বাইরে থেকে এই সমস্যা তৈরি করা হয়েছে।’

বর্তমানে অবশ্য তাঁদের জীবনের গল্প ভিন্ন পথে। আনুশকা এখন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী, তাঁদের দুই সন্তান ভামিকা ও আকাই। অপরদিকে দীপিকা বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে, তাঁদেরও রয়েছে একটি কন্যাসন্তান।

কিউটিভি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad