ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, মিজোরামে পালালো হাজার হাজার শরণার্থী

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৫ - ০৯:৪৪:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যের কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুটি চিন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। শরণার্থীরা ২ জুলাই থেকে মিজোরামে প্রবেশ করছে।

ওই দুই গ্রুপ হলো চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালঙ্গোরাম (সিডিএফ-এইচ)।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪,০০০ শরণার্থী সীমান্ত অতিক্রম করেছে।

মিয়ানমারে ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাত করে জান্তাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটির হাজার হাজার নাগরিককে আশ্রয় দিয়েছে মিজোরাম। রাজনৈতিক সীমানার কারণে বিচ্ছিন্ন হলেও চিন ও মিজোরামের মানুষের মধ্যে সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক সাদৃশ্য রয়েছে।

এদিকে, মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা এই শরণার্থী আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে শরণার্থীর সংখ্যা ৩,০০০ বলে জানিয়েছেন।
এ বিষয়ে মিয়ানমারের জান্তার একজন মুখপাত্রকে মন্তব্য করার জন্য অনুরোধ করা হলে তিনি সাড়া দেননি।
 

 

 

কিউটিভি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad