
ডেস্ক নিউজ : শিল্প ও সেবা খাত ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৪-২৫ অর্থবছরের (এফওয়াই২৫) জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের এই তিন মাসে শিল্পখাতের উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ৬.৯১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের ৪.৫৫ শতাংশের তুলনায় বেশি।
অর্থনীতির অর্ধেকের বেশি অবদান রাখা সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৫.৮৮ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ের প্রবৃদ্ধি ছিল ৪.৩১ শতাংশ।
তবে কৃষিখাতের প্রবৃদ্ধি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে খাতটির প্রবৃদ্ধি ছিল ২.৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় কম।
বিবিএস-এর হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬ শতাংশ ও ৪.৪৮ শতাংশ। অপরদিকে, আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.৮৭ শতাংশ ও ৪.৪৭ শতাংশ।
সূত্র : বাসস।
কিউটিভি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/রাত ১০:২৬