কেন হিজরি বর্ষের শুরু মহররম দিয়ে?

Ayesha Siddika | আপডেট: ২৯ জুন ২০২৫ - ০২:৩৪:২২ পিএম

ডেস্ক নিউজ : মাওলানা শরিফ হাসান শাহীন

প্রথমত: মাসগুলোর মূল ভিত্তি
আল্লাহ তাআলা বলেন,

নিশ্চয়ই আল্লাহর বিধানে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি হওয়ার দিন থেকেই মাসের সংখ্যা আল্লাহর কাছে বারোটি; এর মধ্যে চারটি সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এসব মাসে নিজেদের প্রতি জুলুম করো না। (সুরা তাওবা:৩৬) এই আয়াতে বোঝা যায়, ১২ মাস নির্ধারিত এবং তার মধ্যে চারটি  আশহুরে হুরুম বা সম্মানিত মাস তন্মধ্যে মহররম অন্যতম (সহিহ বুখারি:৩১৯৭)

দ্বিতীয়ত: হিজরি সনের সূচনা কবে এবং কিভাবে হলো?

হিজরি সনের প্রবর্তন হয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রা.-এর খেলাফতের সময়। তখন অফিসিয়াল চিঠিপত্র ও নির্দেশনাতে একটি নির্ভরযোগ্য তারিখ চিহ্ন থাকা দরকার ছিল। 
তাই সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে বিশেষ করে হজরত উসমান রা., হজরত আলি রা., এবং অন্যান্য শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে হজরত ওমর রা. হিজরি সনের সূচনা করেন ইবনু হজার আসকালানি রহ. বলেন, ওমর রা. যখন একটি নির্দিষ্ট তারিখ গণনার ব্যবস্থা করলেন, তখন সাহাবায়ে কেরাম হিজরতকে হিজরি সনের সূচনা হিসেবে গ্রহণ করলেন। (ফাতহুল বারি,৭/২৬৮)
তৃতীয়ত: তাহলে মহররম মাসকে প্রথম রাখার পেছনে কারণ কী?
যখন হিজরি সন প্রবর্তনের সময় এল, তখন প্রশ্ন হলো হিজরি বর্ষ কোন মাস দিয়ে শুরু হবে?’ সাহাবায়ে কেরাম পরামর্শ করেন। তখন কয়েকটি মাস প্রস্তাব আসে, রমজান, রবিউল আওয়াল রসলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্ম ও হিজরতের মাস, কিন্তু শেষে সবার মতানুযায়ী মহররম মাসকেই প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়।
কারণসমূহের ব্যাখ্যা
১. মহররম মাস আশহুরে হুরুমের মধ্যে প্রথম, অর্থাৎ এটি চার সম্মানিত মাসের অন্যতম এবং এদের মধ্যে প্রথম। মহররম মাস হলো আল্লাহর মাস এবং এটি আশহুরে হুরুমের প্রথম মাস। (সহিহ মুসলিম: ১১৬৩)
২. হজের পরে নতুন কর্মসূচির সূচনা, ইসলামে হজ একটি বার্ষিক সমাপ্তি মূলক ইবাদত, যা জিলহজ মাসে হয়। হজ শেষে নতুন একটি বছরের সূচনা হিসেবে মহররম উপযুক্ত সময়। ইমাম কুরতুবি রহ.বলেন,যেহেতু জিলহজ মাসে হজ আদায় করা হয় এবং তারপর যে মাস আসে তা হলো মহররম, তাই এটি নতুন বছরের সূচনার জন্য উপযুক্ত। (তাফসিরু কুরতুবি সুরা তাওবা ৩৬)

৩. মহররম মাসে হিজরতের ইচ্ছা ও প্রস্তুতির সময়, রসলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহররম মাসে হিজরতের পরিকল্পনা করেন, যদিও হিজরত বাস্তবে রবিউল আওয়ালে সংঘটিত হয়। মুসলিম শরিফের ভূমিকায় ইমাম নববি রহ. বলেন, হিজরতের সময়টির সিদ্ধান্ত মহররমে হয়েছিল, তাই সাহাবায়ে কেরাম হিজরি সন শুরু করেন মহররম মাস দিয়ে। আল-মিনহাজ, ইমাম নববী রহ.।
৪. মহররম মাসের ফজিলত, নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহররমে। (সহিহ মুসলিম:১১৬৩) তাই এমন ফজিলতপূর্ণ মাস দিয়ে বছরের সূচনা করা বরকতময়।

মহররম মাসকে বছরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করা কেবল ঐতিহাসিক কাকতাল নয়, বরং এটি কুরআনের সম্মানিত মাস, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিসে ফজিলতপূর্ণ, এবং হিজরতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এটি একটি পূর্ণ প্রজ্ঞাবান ও সুচিন্তিত সিদ্ধান্ত, যা সাহাবায়ে কেরাম নিয়েছিলেন ইসলামি ক্যালেন্ডারের সৌন্দর্য ও গভীরতা প্রকাশ করে।

 

 

কিউটিভি/আয়শা//২৯ জুন ২০২৫, /দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad