
ডেস্ক নিউজ : মানবপাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জীবনচক্র ভিত্তিক জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো-এনআরএম তৈরি করছে সরকার। এর মাধ্যমে ডিজিটালভাবে কম সময়ের ব্যবধানে এ ধরনের ভিকটিমের পাশে দাড়াতে চায় রাষ্ট্র বলে উল্লেখ করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
সোমবার (২৩ জুন) সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উদ্যোগে এবং ইনসিডিন বাংলাদেশের সহায়তায় এ সংক্রান্ত এক বিভাগীয় কর্মশালায় এই মন্তব্য করেন তিনি।
কর্মশালায় জাতীয় রেফারেল মেকানিজম এর কাঠামো ও বাস্তবায়ন নির্দেশনা, জাতীয় রেফারেল কাঠামো ও মানব পাচার পরিস্থিতি: প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী ও জন নিরাপত্তা বিভাগের উপসচিব আমিনুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক যুগ্ম সচিব( রাজনৈতিক-১ অধিশাখা)। কর্মশালায় জেলা প্রশাসন, বিচারক, বিজিবি, পুলিশ, আইনজীবী, রাস্ট্রীয় কৌশলী, এনজিও, চিকিৎসক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
কর্মশালায় বলা হয়, দেশের ৫টি জেলায় পাইলট কর্মসূচির মাধ্যমে এনআরএম কার্যক্রম চলছে। আগামী মাসেই এ সংক্রান্ত ওয়েবসাইট চালুসহ মোবাইল অ্যাপস-এও এই সুবিধা পাওয়া যাবে। যাতে পাচারের শিকার ব্যক্তি দ্রুত সময়ে রেজিস্ট্রেশন মাধ্যমে প্রতিকার পাবেন। ডিজিটালাইজেশেনের মাধ্যমে কম সময়ে সরকারের পক্ষ থেকে সেবা রেসপন্স করা হচ্ছে। এই কাজ যৌথভাবে জিও, এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত হবে বলেও জানানো হয় কর্মশালায়।
কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:০২