
বিনোদন ডেস্ক :ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতেরপ্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে হামলা চালায় দুর্বত্তরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।
জানা যায়, গত ৪ জুলাই কানাডায় নতুন এ ক্যাফেটি উদ্বোধন করেন কপিল। উদ্বোধনের এক সপ্তাহ না পেরোতেই এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হলো তাকে।
হামলা প্রসঙ্গে কপিল বলেন,যেখানে এক আনন্দময় পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম সেখানে আমাদের স্বপ্নকে হিংসার মাধ্যমে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবুও আমরা হাল ছাড়ব না। পুলিশ দ্রুত এর অ্যাকশন নেবে। এদিকে কপিলের ‘কাপ’স ক্যাফে’তে হামলার দায় স্বীকার করেছে কানাডা-ভিত্তিক নিষিদ্ধ খালিস্তানপন্থি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য হরজিৎ সিং লাড্ডি।

সংগঠনটি জানিয়েছে, ঐতিহ্যবাহী শিখ যোদ্ধা নিহং সিংহদের পোশাক এবং আচরণ সম্পর্কে কপিল হাস্যকর মন্তব্য করায় তার ক্যাফেতে সতর্কীকরণ হামলা চালিয়েছেন তারা। তাদের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘কৌতুকের ছলে কোনো ধর্মকে উপহাস করা উচিত নয়। তাই জানান দেয়ার জন্য কপিল শর্মার ক্যাফেতে হামলা চালানো হয়েছে।’
নতুন ক্যাফেটি পরিচালনা করতেন কপিলের স্ত্রী গিনি শর্মা। বৃহস্পতিবার সকালে ক্যাফেতে হামলাকালীদের এলোপাতাড়ি গুলি ছোঁড়ার সময় কর্মচারী ও গেস্টরা অবস্থান করছিলেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আয়শা//১১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩