
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরের থুতনির(মুখ) সাহায্যে লিখে এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী শারীরিক প্রতিবন্ধী লিতুনজিরার বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টিমুখ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। শুক্রবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের পক্ষে ইউএনও নিশাত তামান্না শেখপাড়া খানপুর গ্রামে লিতুনদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি ঘোষান দেন অচিরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার।
জন্ম থেকে হাত-পা না থাকলেও মানষিকভাবে ভেঙ্গে না পড়ে অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে মুখের থুতনির সাহায্যে লিখে ২০১৯ সালের পিইসিতে জিপিএ ৫.০০ পাওয়ার পর এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পেয়ে চমক দেখিয়েছে লিতুনজিরা। উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কলেজ শিক্ষক হাবিবুর রহমান ও জাহানারা বেগমের একমাত্র মেয়ে লিতুনজিরা।
লিতুনজিরা বলেন,‘আমি সমাজের বোঝা হতে চাই না। ভবিষ্যতে চিকিৎসক হয়ে আমি মানবেতর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। লিতুনের পিতা-মাতা জানান, শত যন্ত্রনার মধ্যেও তাদের শারিরীক প্রতিবন্ধী মেয়ে লিতুন নম্্রভদ্র এবং লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা শক্তি দিয়ে বারবার ভাল ফলাফলের স্বাক্ষর রাখায় তারা বেশ খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন,কঠোর অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত পিতুনজিরা। তিনি ঘোষনা দেন অচিরেই লিতুন জিরাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।
কিউটিভি/আয়শা//১১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২৮