
লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা আলিমনগর ময়মনসিংহ নব নির্মিত ৪ (চার) তলা বিশিষ্ট ভবন এর শুভ উদ্ভোদন করেন জেলা ম্যাজিস্ট্রট ও প্রশাসক মফিদুল আলম ।
কামিল ১ম পর্ব শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বেলা ১০.০০ টায় শুরু হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মফিদুল আলম (জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি,গভর্নিং বডি, বিশেষ অতিথি ছিলেন মোহছিনা খাতুন,জেলা শিক্ষা অফিসার।
এবং ছিলেন সহকারী কমিশনার মোঃ আল ইমরান। সভাপতি ছিলেন দেলাওয়ার হোসেন আজিজী(অধ্যক্ষ) কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা সদর ময়মনসিংহ।এই অনুষ্ঠানটি সুষ্ঠ সুন্দর ও সফল ভাবে আয়োজিত হয়।
কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৪