
ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর আগামী ২৭ জানুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের জনসভায়। তার আগমন উপলক্ষে রোববার সকালে বিএনপি মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও জামালপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়ারেছ আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ শিব্বির আহমেদ বুলু ও একেএম মাহবুবুর রহমান মাহবুবসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা তারেক রহমানের জনসভাস্থল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন।
আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫৩


