
আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলার পর প্রায় এক মাস ধরে লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এই হামলার মুখে ঘরবাড়ি ছেড়েছে প্রায় ১২ লাখ মানুষ। বেশিরভাগই গত তিন সপ্তাহে বৈরুত এবং উত্তরের অন্য কোথাও জায়গায় পালিয়েছে।
ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর টেড চাইবান লেবাননের স্কুলগুলোতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত পরিবারগুলো পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমাকে যা আহত করেছে, তা হলো মাত্র তিন সপ্তাহের এ যুদ্ধ অনেক শিশুর ওপর প্রভাব ফেলেছে। আজ আমরা এখানে বসে আছি, যখন ১২ মিলিয়ন শিশু শিক্ষা থেকে বঞ্চিত। তাদের স্কুলগুলো যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
প্রায় এক মাস ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। হিজবুল্লাহ’র সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করলেও, এ হামলা থেকে রেহাই পাচ্ছেন না লেবাননের বেসামরিক বাসিন্দারা। ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর টেড চাইবান এবং কার্ল স্কাউ জানিয়েছেন, লেবানন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এক হাজার আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ১৯ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।
তারা আরও বলেন, অনেকে বোমা হামলার শিকার হয়েছে, প্রিয়জন, তাদের বাড়িঘর, শিক্ষার সুযোগ হারিয়েছে এবং একটি অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়েছেন।
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১২