ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কাদেরকে ‘মূর্খ অপদার্থ’ বললেন আসিফ?

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৪:৪১:২৪ পিএম

বিনোদন ডেস্ক : এর আগে তিনি জানান, দীর্ঘ সময়ের বিরতি ভেঙে কনার সঙ্গে গান গাইতে চলেছেন। গত ২৯ সেপ্টেম্বর ফেসবুক পেজে কনার সঙ্গে পুরানো একটি ছবি শেয়ার করেন আসিফ। পোস্ট করা ছবির ক্যাপশনে জানান, নতুন একটি গানে আসিফের সঙ্গে গাইছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত গায়িকা কনা।

এদিকে আজ শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যেখানে তিনি সনাতন ধর্ম অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সনাতন ধর্ম অনুসারী সব ভাই বোন বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রত‍্যাশা ভালবাসাময় বাংলাদেশ। ভালবাসা অবিরাম।’

সেই পোস্টের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেন, ‘আপনি একজন মুসলিম হয়ে শুভেচ্ছা জানান।’ এরপর আসিফ আকবর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু বিরক্তের সুরে বলেন, ‘আর আপনি একটা ইহুদি যোগাযোগ মাধ‍্যমে আইসেন হিন্দু-মুসলিম নিয়া। মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ।’

অরেকজন লিখেছেন, ‘জি ভাইয়া অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে এদেশ একটি পরিবার আর আমরা সবাই এই পরিবারের সদস্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে দেশে বসবাস করতে চাই তাই ধর্ম যার যার উৎসব তার তার।’
 
প্রসঙ্গত, আসিফ আকবর পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলেও আখ্যায়িত করেন কেউ কেউ। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad