ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সাবেক ডিবিপ্রধান হারুন সম্পর্কে যা বললেন নতুন ডিবিপ্রধান

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ - ০৩:৪০:৪৪ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ অনেক পুলিশ কর্মকর্তা আসামি হয়েছেন। তারা এখনও পলাতক, এসব কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের আমরা আইনের আওতায় আনব। যারা পলাতক তাদের খুঁজে বের করা হবে।’

রেজাউল করিম বলেন, ‘পুলিশের সংকটকালে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ কর্মকর্তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এতে পুলিশের মনোবল ভেঙে পড়ে। এসব চ্যালেঞ্জ ডিবি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। ডিবি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে।’
তিনি বলেন, ডিবি অফিসে কোনো ধরনের অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেয়া হবে না। ডিবি কার্যালয়ে চৌকশ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন ও হারানো ভাবমূর্তি ফেরাতে এবং উজ্জ্বল করতে যা যা করা দরকার তা করা হচ্ছে। যেসব কাজ যেভাবে ও আইনানুগ প্রক্রিয়া দরকার সেটাই করা হচ্ছে।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘এই কার্যালয়ে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না। ডিবিকে মানুষের আস্থা আর ভালোবাসার স্থানে বসাতে চাই। তাই ডিবি পুলিশকে পুনর্গঠন করে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি।’
সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করা হবে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি কাউকে আটক করলে তার আত্মীয়স্বজনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের কেউ অপেশাদার কাজে লিপ্ত হলে তাকেও ছাড় দেয়া হবে না।’

মামলা ও অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘যে মামলাগুলো হয়েছে, সেগুলোর এজহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।’
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ডিবিপ্রধান বলেন, ‘দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে। ডিবির টিম সাদা পোশাকে বিভিন্ন পূজামণ্ডপে থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad