সুখবর দিলেন কোয়েল মল্লিক

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ - ০৯:৫৩:১৬ পিএম

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কোয়েল। ওই ছবিতে স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবীরের সঙ্গে বসে আছেন অভিনেত্রী।
  

 

এ ছবির ক্যাপশনে কোয়েল লেখেন, খুশির সাথে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হতে চলেছে। খুব শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব নেবে।
 
এদিকে কোয়েলের মল্লিক বাড়িতে দুর্গাপূজা উদযাপনের ১০০ বছর পূর্তি উদযাপন হতে চলেছে। নতুন অতিথি আসার খবরে এ উৎসব পেয়েছে বাড়তি উন্মাদনা।
 
উল্লেখ্য, সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। বিয়ের ৭ বছর পর ২০২০ সালে প্রথম পুত্র কবীরের জন্ম দেন। ছেলের ৪ বছর হতেই এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৮

 
▎সর্বশেষ

ad