অবশেষে ফিরেছেন টেলর সুইফট..

RAZ CHT | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৫:২৪:৩৯ পিএম

বিনোদন ডেক্সঃ  গত বছরটি ছিল মার্কিন গায়িকা টেলর সুইফটের জন্য বেশ ক্লান্তিকর। কারণ, ওই বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে, প্রায় দুই বছরের ইরাস ট্যুর শেষ করেছেন তিনি। ক্লান্তিকর হলেও এটি ছিল টেলরের ক্যারিয়ারে সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল ট্যুরগুলোর মধ্যে একটি, যা কোটি কোটি ডলার আয় করে। এরপর পপ তারকা তার কাজে ফিরে যাওয়ার আগে নিজেকে ‘রিচার্জ’ করার জন্য নেন লম্বা ছুটি। এই ছুটিতে তাকে সঙ্গ দিয়েছেন প্রেমিক ট্রাভিস কেলস।

গত কয়েক মাস ধরে টেলরকে সময় দিয়েছেন ট্রাভিস। দুজনেই তাদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আগে বিরতির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলেন। এরপর আবার কাজে মন দিয়েছেন দুজনেই। দ্য ইউএস সান-এর মতে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে দেখা গেছে এ গায়িকাকে।

এতেই ধারনা করা হচ্ছে, টেলর অবশেষে বিরতি শেষ করেছেন এবং আবারও সংগীতে মনোনিবেশ করেছেন। সম্প্রতি টেলর লস অ্যাঞ্জেলেসে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিং করছিলেন’- একটি সূত্র এমনটিই জানিয়েছে। ‘এটি এতটাই গোপন ছিল যে সেটে কাজ করা ব্যক্তিদের গানটি শুনতেও দেওয়া হয়নি, কেবল বিট শুনতেও দেওয়া হয়েছিল’- সেই ব্যক্তি নিউজপোর্টালটিকে জানিয়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকটিভি/রাজ/৩০জুলাই২০২৫/বিকালঃ ৫.২৫
▎সর্বশেষ

ad