নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার ৩ জন আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

superadmin | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ - ০৬:২৭:২৯ পিএম

প্রেস রিলিজ: বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‌্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। ত্বকী হত্যা মামলায় সম্পৃক্ততা প্রাপ্তি সাপেক্ষে গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা হতে মোঃ শাফায়েত হোসেন শিপন, পিতাঃ আবু হোসেন ও কালিবাজার এলাকা হতে মামুন মিয়া, পিতাঃ সিরাজুল ইসলাম এবং ০৯ সেপ্টেম্বর দুপুরে ডিএমপির ধানমন্ডি এলাকা হতে মোঃ কাজল হাওলাদার, পিতাঃ আব্দুর রাজ্জাক হাওলাদারকে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে র‌্যাব ০৯ সেপ্টেম্বর শিপন ও মামুন কে ০৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ০৬ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং ১০ সেপ্টেম্বর কাজলকে ০৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ০৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখিত ০৩ জন আসামী বর্তমানে র‌্যাব হেফজতে রিমান্ডে রয়েছে।

১১.০৯.২০২৪/ সন্ধ্যা ৬.২৩

▎সর্বশেষ

ad