ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও উপস্থিতি কম

Ayesha Siddika | আপডেট: ০৮ আগস্ট ২০২৪ - ০৬:৩৬:৩০ পিএম

ডেস্ক নিউজ :  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর আদেশে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও উপস্থিতি কম দেখা গেছে। অভিভাবকরা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিঘ্ন থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। অনেক প্রতিষ্ঠানে ক্লাস চললেও তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। নামিয়ে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী বলেন, দুই শিফটে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে সব মিলিয়ে ২০০ জন এসেছে।

এদিন কলেজিয়েট স্কুলে প্রাতঃশাখায় ২ জন শিক্ষার্থী ক্লাসে এসেছে। একই চিত্র ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে।

নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানেও উপস্থিতি কম। রোববার (১১ আগস্ট) থেকে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে। জামালখান সেন্ট মেরীস স্কুলের এক শিক্ষার্থীর পিতা জয়নাল আবেদীন বলেন, অভিভাবকেরা উদ্বেগে আছে। তাই সন্তানকে স্কুলে পাঠাতে এখনো সাহস পাচ্ছে না।

এদিকে কলেজগুলোতেও নিরাপত্তার আশঙ্কায় শিক্ষার্থীর সংখ্যা কম দেখা গেছে। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের স্নাতক শ্রেণির মানসুর শাকিল বলেন, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও কলেজে সবাই যাচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি দেখতে চায় না।

 

 

কিউটিভি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad