রথযাত্রায় ৫ জনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

Anima Rakhi | আপডেট: ০৮ জুলাই ২০২৪ - ১২:৪৮:৫৪ পিএম

ডেস্ক নিউজ : বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

আজ সোমবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। একই সাথে শোকন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। 

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এমন শোকাবহ সংবাদে আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। এমন দুঃখজনক সংবাদের জাতি ব্যথিত। আমরা আশা করছি, আগামী দিনগুলোতে সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল মহল সচেতন থাকবেন। 

বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। 

কিউটিভি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/দুপুর ১২:৪৬

▎সর্বশেষ

ad