ব্রেকিং নিউজ
রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

মনিরামপুরে মালবোঝাই ট্রাক অফিস কক্ষে ঢুকে পড়ায় নিহত ২, আহত ১

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৮:২৭:৫৭ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি অফিস কক্ষের ভেতর ঢুকে পড়ায় ঘটনাস্থলেই দ্ইুজন নিহত এবং একজন আহত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে নসাতটার দিকে মনিরামপুর পৌরশহরের বাধাঘাটা ব্যাপারী রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ট্রাকের মালিক টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গেওভাটা গ্রামের ঝন্টু মিয়া(৪৮) এবং মনিরামপুর বিজয়রামপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আব্দুর রহমান (৬৮)। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। আহত ট্রাকের হেলপার নুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে পৌরশহরের বাঁধাঘাটা মোড়ে ব্যাপারী রাইস মিলের সামনে অফিস কক্ষে বসে গল্প করছিলেন মিল মালিক আবদুস সালাম ও আবদুর রহমান। এ সময় পানির ট্যাংক বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাইচ মিলের অফিস কক্ষের দেওয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।

ট্রাকের চাপায় এসময় ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক মালিক ঝন্টু মিয়া এবং মনিরামপুরের আবদুর রহমান। আহত হয় ট্রাকের হেলপার নুরুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হেলপার নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ সেখান থেকে মরদেহ দুইটি উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়াত হোসেন জানান, ঘটনাস্থল থেকে তারা মরদেহ দুইটি এবং আহত হেলপারকে উদ্ধার করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিহতের স্বজনদের কাছে মরদেহ দুুইটি হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad