
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রুম এর শিক্ষক, ইমাম-ওলামাদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রুম এর শিক্ষক, ইমাম-ওলামাদের অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তা মো.আরিফুর মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশরাফ উদ্দিন মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মো.আল আমিন, ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম-ওলামারা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। জানান, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সকল শ্রেণির মানুষ ও ইমাম -ওলামাদের সুরক্ষায় সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এ খাতে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৫