চৌগাছায় যুবকের জিহ্বা কামড়ে ছিড়ে নিলো স্ত্রী!!

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৬:৩০:৪৮ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে যুবকের জিহ্বা কামড়ে ছিড়ে নিলো তার স্ত্রী। সোমবার (১০ জুন) দুপুরের পর ঘটনাটি ঘটেছে উপজেলার পাতিবিলা গ্রামে। সোহোগ হোসেন পাতিবিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোহাগ হোসেনের পরিবারে পারিবারিক কলোহ লেগেই থাকত। ঘটনার দিন তাদের নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন আহত সোহাগ হোসেনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লতা বলেন, সোহাগ হোসেন (২৪) নামে এই ব্যক্তির জিহ্বা দাঁতের কামড়ে ছিড়ে আলাদা হয়ে গেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি শুনেছি। পারিবারি কলহে তার স্ত্রী সিমা খাতুন এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

▎সর্বশেষ

ad