ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে যেমন থাকবে আবহাওয়া

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২৪ - ১০:৩৮:০৪ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে গতকালই হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। যেই ম্যাচে দেখা গেছে বৃষ্টির বাগড়া। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচেও কি বৃষ্টি বাগড়া বাধাবে। কি বলছে আবহাওয়ার পূর্বাভাস?

নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হবে এই ম্যাচটি। এই সময়ে মাঠে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা থাকতে পারে ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে। আকাশে মেঘের আচ্ছাদন থাকবে। তবে তা বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়ায় ম্যাচটি সম্পন্ন হবে।

এ মাঠে অবশ্য এখন পর্যন্ত হওয়া প্রতিটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচই খেলেছে এই মাঠে। যেখানে দুটিতেই জয় তুলেছে তারা। এ নিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মতো এই মাঠে খেলতে যাচ্ছে দলটি। অবশ্য এই মাঠে খেলার অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশও। বিশ্বকাপ মিশন শুরুর আগেই ভারতের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে নাজমুল শান্তর দল। তাই এই মাঠের উইকেট নিয়ে ধারণা আছে বাংলাদেশেরও।

যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের ৮টিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই তাই এ ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধরা জয়ের দেখা পেতে চাই বাংলাদেশ। তাছাড়া সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে জয় কিছুটা হলেও মনোবল বাড়িয়েছে বাংলাদেশ দলের। যা নিশ্চিতভাবেই এ ম্যাচেও কাজে লাগাতে চাইবে দল।

কিউটিভি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ১০:৩৬

▎সর্বশেষ

ad