
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যানবাহনে চাঁদাবাজি বন্ধে মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবারের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সঙ্গে মুক্তিযোদ্ধাদের আলোচনা শেষে কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।
বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে সকাল ১০টায় মানববন্ধন ও ১১টায় সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিলো। যানবাহনে চাঁদাবাজির প্রতিবাদ করায় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে লাঞ্ছণার প্রতিবাদ, টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ কর্মসূচির ডাক দেয়। শ্রমিক লীগ সভাপতি ইবনে মাসুদ লাক্সুর হাতে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ লাঞ্ছিত হয় বলে অভিযোগ কয়া হয়।
এ অবস্থায় আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা ও কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন মেয়র। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিয়ম অনুসারে অটোস্ট্যান্ড থেকে পৌরসভার টোল আদায় করার কথা থাকলেও যত্রতত্র দাঁড় করিয়ে টাকা আদায় করা হয়। এছাড়া শ্রমিক কল্যাণের নামে সরাসরি চাঁদা আদায় করা হয়।
মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ জানান, মেয়র বলছেন বৈধ যা সেটাই করার ব্যবস্থা করা হবে। বিষয়টি নিয়ে সর্ব মহলের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি আশ্বস্থ করেন। এ অবস্থায় বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:৩২