ব্রেকিং নিউজ
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম

ড্রয়ে শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

Ayesha Siddika | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ - ০৫:২৭:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : জিতলেই নিশ্চিত ছিল লিগ শিরোপা। কিন্তু সেখানে কোনোমতে হার এড়িয়েছে পিএসজি। ঘরের মাঠে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। তাই শিরোপার অপেক্ষা বাড়ল লুইস এনরিকের দলের। পরের ম্যাচে অবশ্য ড্র করলেই ১২তম বারের মতো লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হবে তারা।

লিগে বাকি আছে আর তিন ম্যাচ। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। বাকি চার ম্যাচ থেকে সর্বোচ্চ ১২ পয়েন্ট আদায় করতে পারবে তারা। তাই শিরোপায় এক হাত দিয়েই রেখেছে পিএসজি। এমনটাই বললেন কোচ লুইস এনরিকে, ‘আমরা প্রায় চ্যাম্পিয়নই বলা যায়। যদিও গাণিতিকভাবে নয়, তবে আমার মনে হয় আমরা তা বলতে পারি। ‘

ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে যায় পিএসজি। তবে ১০ মিনিট পর ব্রেডলি বারকোলার গোলে সমতায় ফেরে তারা। যদিও বিরতির আগেই ফের এগিয়ে যায় লা হাভরে। বল পজেশন কম থাকলেও দ্বিতীয়ার্ধে পিএসজির ওপর চাপ বজায় রাখে সফরকারীরা। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে তাদের হয়ে ব্যবধান বাড়ান আব্দুলায়ে তোরে।

হারের মুখে থাকা পিএসজি ম্যাচে ফেরে শেষ ২০ মিনিটের লড়াইয়ে। ৭৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান কমায় তারা। আর যোগ করা সময়ে তাদের সমতায় ফেরান গনসালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমেও খুব একটা ব্যবধান গড়তে পারেননি কিলিয়ান এমবাপ্পে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad