ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ - ০৪:৩৮:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : আরও একবার ব্যাটিংয়ে দুর্দশা, আরও এক ম্যাচ হার, আরও এক সিরিজে হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে বাংলাদেশ নারী দলের সংগ্রহ ছিল যথাক্রমে ৯৫, ৯৭ ও ৮৯ রান।

ব্যাটিংয়ে এমন দুর্দশা এড়িয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজে শত রান পেরোয় জ্যোতি-ফাহিমাদের সংগ্রহ। তবে সেই ম্যাচে ১২৭ রানের লক্ষ্য দাঁড়িয়ে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। পরের ম্যাচে রান তাড়ায় ৫৮ রানের হার। এবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতার আরও একটি ইনিংস শেষে অজিদের কাছে ৭৭ রানে হারল বাংলাদেশ।

এতে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। মিরপুর হোম অব ক্রিকেটে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা। 

সেই লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার মুরশিদা খাতুন। সেই থেকেই শুরু ব্যাটিং ধসের। যা চলে ইনিংসের শেষ পর্যন্ত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত স্রেফ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। এদিন দুই অঙ্কের ঘরে পোঁছানোর আগেই ফিরেছেন ৭ ব্যাটার। যার মধ্যে ছয় ব্যাটারের নামের পাশে রানের সংখ্যাটা ১ বা ০। ৩১ বলে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। এদিকে বোলিং আক্রমণে অজি অধিনায়ক হিলি আনে সাতজনকে। যার মধ্যে সবাই পেয়েছেন অন্তত একটি করে উইকেট। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাইলা ভ্লামিনক। 

এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির নৈপুণ্যে শুরুটা ভালো পায় সফরকারীরা। ওপেনিং জুটি থেকে আসে ৩৯ রান। সেখানে ১০ রান করে ফেরেন মুনি। তবে মাঝে নাহিদা আক্তারের স্পিন ঘূর্ণিতে ৩৬ রানেই ফেরেন অজিদের ৪ ব্যাটার। ১৫ ওভার ৩ বলে স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ৯৮ রান। এতে আরও অল্পের মধ্যেই অজিদের থামানোর আশা জাগে স্বাগতিক দলে। 

তবে শেষে সেখানে বাঁধা হয়ে দাঁড়ান তাহিলা ম্যাকগার্থ। তার ২৯ বলে অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে দেড়শ পেরিয়ে ১৫৫ রানে থামে অস্ট্রেলিয়া নারী দলের সংগ্রহ। সর্বোচ্চ ৪৫ রান আসে হিলির ব্যাট থেকে। 

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩১ রান খরচে সর্বোচ্চ ৩ উইকেট নেনে নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট নেন শরিফা ও রাবেয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৫৫/৬ (২০ ওভার); (হিলি ৪৫, ম্যাকগার্থ ৪৩*; নাহিদা ৩/৩১, রাবেয়া ১/১৯)

বাংলাদেশ: ৭৮ (১৮.১ ওভার); (জ্যোতি ৩২, দিলারা ১২; ভ্লামিনক ৩/১২, ওয়ারহাম ১/২)

ফল: অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী

ম্যাচসেরাঃ তাইলা ভ্লামিনক

সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী

সিরিজসেরাঃ সোফি মলিনেউ

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad