
ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আয়জিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হচ্ছে বৃহত্তম জুমার নামাজের জামাত। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানে আগত মুসল্লিসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি এ জামাতে অংশ নিতে ময়দানে এসেছেন। এর আগে, ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় এ পর্ব।
এদিকে দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে বৃহত্তম জুমার নামাজের জামাত। এতে অংশ নিতে ইতিমধ্যেই লাখ লাখ মুসল্লি এসে জামাতে অংশ নিতে ইজতেমা ময়দানসহ আশপাশের সড়ক, মহাসড়ক ও উড়াল সড়কে অবস্থান করছেন। লাখো মুসল্লির আগমনে তুরাগ তীরের ১৬০ একরের পুরো ময়দান ও আশপাশের সড়ক কানায় কানায় পরিপূর্ণ হয়েছে।
ইজতেমা আয়োজক কমিটির জানান, জুমার নামাজ শেষে আরবিতে বয়ান করবেন শায়েখ মোফলে, সাথে সাথে সেই বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, এরপর আসরের নামাজের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
কিউটিভি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:২৮