
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ঐতিহাসিক ‘ল্যুভর মিউজিয়াম’ থেকে চুরি হওয়া গয়নাগুলোর মূল্য ৮৮ মিলিয়ন ইউরো (প্রায় ১০২ মিলিয়ন ডলার) বলে জানিয়েছেন প্যারিসের প্রসিকিউটর লর বেকোয়া। রোববার (১৯ অক্টোবর) দিনের আলোয় সংঘটিত এই সাহসী চুরির ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে। চুরি হওয়া গয়নার মধ্যে রয়েছে ফরাসি রাজমুকুটের নেপোলিয়ন যুগের সম্পদ।
প্রসিকিউটর বেকোয়া ফরাসি রেডিও আরটিএল–কে বলেন, ‘এই পরিমাণ অবশ্যই বিশাল, কিন্তু এটি কেবল অর্থনৈতিক ক্ষতি। এর সঙ্গে চুরির ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষতির কোনো তুলনা হয় না।’চুরি হওয়া গয়না উদ্ধারে প্রায় ১০০ জন তদন্তকারী কাজ করছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই মূল্যবান নিদর্শনগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রসিকিউটরের মতে, যদি চোরেরা গয়নাগুলো খণ্ডিত করে বিক্রি বা গলিয়ে ফেলার চেষ্টা করে, তবে তারা প্রকৃত মূল্য পাবে না।
জাদুঘরটি মঙ্গলবার বন্ধ থাকলেও বুধবার থেকে পুনরায় খুলবে। তবে অ্যাপোলো গ্যালারি, যেখান থেকে গয়নাগুলো চুরি হয়েছে, সেটি আপাতত বন্ধ থাকবে।

চুরি কীভাবে হয়?
চোররা একটি ট্রাক-মাউন্টেড মই ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে জানালা ভেঙে ঢোকে। তারা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ও ব্লোটর্চসহ সরঞ্জাম নিয়ে আসে এবং উচ্চ নিরাপত্তার দুটি প্রদর্শনী কাচ ভেঙে গয়না নিয়ে যায়।
প্যারিস প্রসিকিউটরের দফতরের তথ্য অনুযায়ী, রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৩৪ মিনিটে, জাদুঘর খোলার আধা ঘণ্টা পর, দুই ব্যক্তি হলুদ ভেস্ট পরে জানালা ভাঙে এবং ৯টা ৩৮ মিনিটে দুটি স্কুটারে চড়ে সেন নদীর তীরে পালিয়ে যায়।
উল্লেখ্য, পুরো চুরির অভিযানটি মাত্র সাত মিনিটে সম্পন্ন হয়।
সূত্র: সিএনএন নিউজ।
আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০৫