ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

সমালোচনার মাঝেই সুখবর পেলেন মিরাজ

Ayesha Siddika | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ - ১১:৪১:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শেষে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে সমালোচনা মুখে পড়ে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতলেও গতকাল দ্বিতীয় ম্যাচে লড়াই করেও সুপার ওভারে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক মিরাজ। 

তবে সেই সমালোচনার মধ্যেই সুখবর পেলেন মেহেদি হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মিরাজের। দুই বিভাগে ভালো করা মিরাজ এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকায়ও। ওয়ানডেতে বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে তার অবস্থান ১৮ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৭৮।

ব্যাটসম্যান মিরাজ এগিয়েছেন দুই ধাপ। ৪৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে। আর অলরাউন্ডারের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে তার। ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন চার নম্বরে। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের তালিকায় প্রথমবার সেরা ১০০-তে ঢুকেছেন রিশাদ। দিয়েছেন ক্যারিয়ার সেরা লাফ। ৬৫ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন ৬৮তম। রেটিং পয়েন্ট ৪৩০। র‌্যাঙ্কিং ও রেটিং, দুটোই রিশাদের ক্যারিয়ার সেরা।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদেরও। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন ৭১ নম্বরে। নাসুমের রেটিং পয়েন্ট ৪২৮। এগিয়েছে স্পিনার তানভীর ইসলামও। দুই ধাপ এগিয়ে ৯৬ নম্বরে আছেন তানভীর, রেটিং পয়েন্ট ৩৮২। পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান অপরিবর্তিত আছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৫৬ নম্বরে। উইন্ডিজ সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ পিছিয়েছেন চার ধাপ।

ওয়ানডের ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। সাত ধাপ এগিয়ে তিনি এখন ৩৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৬২। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে হৃদয় সবার ওপরে। আগের মতোই ৪৩ নম্বরে আছে নাজমুল হোসেন শান্ত। তালিকায় পাঁচজনকে পেছনে ঠেলে দিয়েছেন সৌম্য সরকার। তিনি আছেন ৮৬ নম্বরে।

 

 

আয়শা/২২ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪০

▎সর্বশেষ

ad