
ডেস্ক নিউজ : সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনের বরাতে এমন তথ্যই জানিয়েছে গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১ শতাংশ ধনী মানুষ বিশ্বের দরিদ্র ৬৬ শতাংশ মানুষের থেকেও বেশি পরিমাণ কার্বন নিঃসরণ করে থাকেন। যা মানব সম্প্রদায়ের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনছে। সেই সঙ্গে জলবায়ুজনিত জরুরি অবস্থা মোকাবিলায় বিশ্বব্যাপী যে প্রচেষ্টা চালানো হচ্ছে তাকে প্রভাবিত করছে।
বৈশ্বিক জলবায়ু বৈষম্যের ওপর করা এই সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের অভিজাত গোষ্ঠী ২০১৯ সালে ১৬ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী। এই অভিযোগ গোষ্ঠী বিলিয়নিয়ার ও মিলিয়নিয়ারসহ ৭৭ মিলিয়ন ধনী মানুষ নিয়ে গঠিত এবং তারা বছরে গড়ে ১ লাখ ৪০ হাজার ডলারেরও বেশি ব্যয় করেন। তাদের এই পরিমাণ কার্বন নিঃসরণ জলবায়ুজনিত সমস্যায় অতিরিক্ত এক মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অক্সফামের প্রতিবেদনে দেখা গেছে, যখন বিশ্বের ১ শতাংশ ধনী মানুষ জলবায়ু নিরোধক এবং শীতাতপ নিয়ন্ত্রিত জীবনযাপন উপভোগ করছেন, তখন ২০১৯ সালে তাদের নিঃসরণ করা ৫ দশমিক ৯ বিলিয়ন টন কার্বন বিশ্ববাসীর ব্যাপক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মিলিয়ন টন কার্বন বিশ্বে অতিরিক্ত ২২৬ জনের মৃত্যুর জন্য দায়ী।
এমনকি এই ধনী ১ শতাংশ মানুষের করা কার্বন নিঃসরণ জলবায়ুজনিত সমস্যায় আগামী কয়েক দশকে ১ দশমিক ৩ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। ১৯৯০ থেকে ২০১৯ সময়কালে এই ১ শতাংশ ধনী মানুষের নিঃসরণ করা কার্বন গত বছর ইউরোপের ভুট্টা, মার্কিন গম, বাংলাদেশি চাল এবং চীনের সয়াবিন চাষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
কিউটিভি/আয়শা/২২ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৫