ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মিয়ানমারের সঙ্গে ৮ দিন বাণিজ্য বন্ধ, ক্ষতি ১৬ কোটি

superadmin | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ - ০৯:০৫:২০ পিএম

ডেস্কনিউজঃ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ১৪ নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনের মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসছে না। একইভাবে টেকনাফ থেকে পণ্য মিয়ানমারে যাচ্ছে না। এতে প্রতিদিন গড়ে দুই কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন।

টেকনাফ স্থলবন্দর সংশ্লিষ্টরা জানান, রাখাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের কারণে হঠাৎ আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। গত আট দিন ধরে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ। সর্বশেষ ১৩ নভেম্বর মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে ৪৭ টনের একটি হিমায়িত মাছের চালান টেকনাফে এসেছিল।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সমস্যার কারণে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আদায়ও বন্ধ রয়েছে।

এতে দিনে দুই কোটি টাকারও বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের কারণে গত ৮ দিনে কমপক্ষে ১৫ থেকে ১৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, আট দিন ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে বন্দরে আগে আসা আদা, নারিকেল, আচার, সুপারি, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করা হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান বলেন, মিয়ানমারের ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হবে তাও বলা যাচ্ছে না। এতে স্থানীয় ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ১৩ নভেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব শহরে কারফিউ জারি করা হয়েছে। দেশটির বিভিন্ন জায়গায় সামরিক বাহিনীর সঙ্গে ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংঘর্ষ চলছে।

দেশটির স্থানীয় প্রশাসন আকিয়াব শহরের ব্যবসাপ্রতিষ্ঠান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে।

টেকনাফ স্থলবন্দরের শ্রমিকনেতা আলী আজগর মাঝি বলেন, বন্দরে মালামাল ওঠা নামার কাজের জন্য ছয় শতাধিক শ্রমিক রয়েছেন। বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কাজ নেই।

বন্দরের আমদানিকারক আবদুস শুক্কুর সিআইপি জানান, ব্যবসায়ীদের অনেক পণ্য মিয়ানমারে আটকা পড়েছে। পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বন্দরের কর্মরত শ্রমিকেরা অলস সময় পার করছেন।

বিপুল/২১.১১.২০২৩/রাত ৮.৫৯

▎সর্বশেষ

ad