ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

কৃত্রিম বৃষ্টি নামাতে চায় বায়ুদূষণে নাকাল দিল্লি

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ - ০৪:০৩:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বিশেষজ্ঞদের বরাত দিয়ে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, ‘বায়ুমণ্ডলে মেঘ বা আর্দ্রতা থাকলেই ক্লাউড সিডিং করার চেষ্টা করা যাবে।’ 

 
ইতোমধ্যেই আইআইটি কানপুরের বিশেষজ্ঞদের সঙ্গে কৃত্রিম বৃষ্টির জন্য ক্লাউড সিডিং বিষয়ে বৈঠক করেছেন দিল্লির পরিবেশমন্ত্রী। বৈঠকের পর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে রাই জানান, তারা বৃহস্পতিবারের মধ্যে কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তাব পাঠাতে বলেছে। এরপর এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতির জন্য সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠানো হবে।
 
এদিকে ভয়াবহ বায়ুদূষণ থেকে রেহাই পেতে দিল্লিতে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ জোড়-বিজোড় নিয়মে গাড়ি চলাচলের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবছরই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে থাকে ভারতের দিল্লি। বিশেষ করে শীতকালে দিল্লির বায়ু অন্য সময়ের তুলনায় বেশি দূষিত থাকে। কারণ এ সময় শস্য তোলার পর মাঠের খড় জ্বালিয়ে দেন কৃষকরা। এছাড়াও বায়ুর নিম্ন গতি ও নানা উৎসব-পার্বণে আতশবাজি ফোটানোর কারণে দূষণের মাত্রা অন্য সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়।
 
সাধারণত প্রতিবছর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ থাকে। এসময় দিল্লির পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানোর ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।

 

 

কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৮

▎সর্বশেষ

ad