ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

superadmin | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ - ১১:০৬:১১ পিএম

ডেস্কনিউজঃ জয় থেকে তখনও ২০০ রান দূরে অস্ট্রেলিয়া, সপ্তম ব্যাটার হিসেবে ফিরে গেলেন মিচেল স্টার্ক। এরপরও অস্ট্রেলিয়া জিতবে এটা কজনই ভাবতে পেরেছিল। তবে একজন হয়তো পেরেছিলেন, তিনি গ্লেন ম্যাক্সওয়েল। জীবন পাওয়ার পর যেন নতুন রুপে হাজির হলেন। একটা সময় পা ক্রাম্প করলেও হিটিং চালিয়ে গেছেন। তার অতিমানবীয় ইনিংসে শেষ পর্যন্ত অবিশ্বাস্য জয় পায় অজিরা।

আজ চলতি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ২০১ রানের বিষ্ফোরক ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডেতে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি।

আফগানিস্তানের বিপক্ষে ২৯২ রান তাড়া করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, শন মার্শ ও জস ইংলিশ।

দলটির জার্সিতে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেন ইব্রাহিম জাদরান। তার ব্যাট থেকে আসে অপরাজিত ১৪৩ বলে ১২৯ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপের ৩৯তম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ এবং নাভিন উল হক।

অস্ট্রেলিয়া একাদশ

ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

বিপুল/০৭.১১.২০২৩/ রাত ১০.২৯

▎সর্বশেষ

ad