ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

অ্যাপে পাচার কোটি কোটি টাকা!

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ - ০২:৩৩:২৫ পিএম

ডেস্ক নিউজ : অর্থপাচারের নতুন নতুন পথ যখন উন্মুক্ত হচ্ছে অবিরাম, তখন গ্লোবাল ফাইনান্সিয়াল ইনটিগ্রিটি (জিএফআই) ও সুইস ব্যাংকের তথ্য, দেশ থেকে অর্থপাচারের প্রবণতা বাড়ে জাতীয় নির্বাচনের আগে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান, ‘আমরা সারাদিন বলছি টাকা পাচার হচ্ছে, টাকা পাচার হচ্ছে। কোথাও কোন ফুটপ্রিন্ট নাই। কোন ব্যাংক বলতে পারছে না। কেউ তো প্লেনে বস্তা ভরেও টাকা নিয়ে যায়নি। তাহলে টাকা গেল কিভাবে?’

টাকা পাচার কীভাবে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন,অ্যাপের মাধ্যমে দুকোটি তিন কোটি টাকা নিয়ে এয়ারপোর্ট পাস করে গেল, ফোনের মধ্যে কতো কোটি টাকা নিয়ে গেল – তা বোঝার উপায় নেই। তল্লাশি বা গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দেয়া কি এতোটাই সহজ – জানতে চাইলে তিনি জানান, ‘অ্যাপ আনইস্টল করে গেলাম। ওই দেশে গিয়ে আবার ইন্সটল করে লগইন করলাম। আইডি পাসওয়ার্ড তো আমার কাছেই। আমার টাকা আমার কাছেই আছে। আমার ক্লাউড মানি, আকাশে থাকছে। যখন দরকার, টাকা তখন বের করে নিচ্ছি। রিস্ক ফ্রি একদম।’

এভাবে কতো টাকা পাচার হচ্ছে বা কতো টাকা আসছে, তা হয়তো জানা সম্ভব নয়। তবে অ্যাপে কীভাবে টাকা ঢুকে ডলার হচ্ছে আর ডলার কীভাবে টাকা হয়ে বের হচ্ছে, এ প্রসঙ্গে এ প্রকৌশলী জানান, ‘মোবাইল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে। সবাই যে যার মতো ডলার করে রেখে দিচ্ছে নিজের টাকা নিজের কাছে। আমার টাকা আমি কেন রাখতে যাবো ব্যাংকে-বুথে। আমিই একজন ব্যাংক ম্যানেজার।’ডিজিটালি এ অর্থপাচার বন্ধের কি কোন উপায় সম্পর্কে তিনি জানান, ‘মডার্ন টেকনোলজি বা ইনোভেশনগুলো অ্যাডাপ্ট করতে হবে। সেখানে চাইলে সরকার ট্যাক্স বসাতে পারে।’

কোন কোন অ্যাপের মাধ্যমে এভাবে অবৈধপথে অর্থের লেনদেন হচ্ছে – ব্যাধিই সংক্রমক স্বাস্থ্য নয় নীতিতে তা দেখানো হলো না। তবে, দেশের রিজার্ভ শক্তিশালী করতে এমন সব গেম চেঞ্জার অ্যাপের বিকল্প বের করার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা। তথ্য প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম বলেন, স্থানীয়ভাবে এখন হুন্ডি ব্যবসা যেভাবে হচ্ছে সেটিকে পজিটিভভাবে নিয়ে এ ধরনের বিকল্প ব্যবস্থা নিতে হবে সরকারকে। এজন্য বিভিন্ন এজেন্সি ও বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর সাহায্যে সহজে টাকা লেনদেনের কোন প্রক্রিয়া তৈরি করা যেতে পারে।

পরিবর্তনশীল প্রযুক্তিতে সুবিধা করতে না পারলে খেলাপি ঋণসহ অবৈধ অর্থ উপাজর্নের পথ বন্ধ করতে পারলেও সুফল মিলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন,তথ্যপ্রযুক্তির অগ্রগতির ফলে অবৈধ অর্থ উপাজর্নের মাধ্যমগুলোকে শনাক্ত করা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। এসব বন্ধে নজরদারি বাড়াতে হবে এবং আইনি প্রক্রিয়া আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি, সমঝোতা আরও শক্তিশালী করতে হবে বলে মনে করেন মোস্তাফিজুর রহমান।

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad