ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

পুঁজিবাজারে সূচকের পতন, তবে বেড়েছে লেনদেন

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ - ০৪:৪৩:৫২ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২ নভেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। তবে ডিএসইতে এদিন কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭ দশমিক ৯০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ২৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩ দশমিক ৭৩ পয়েন্ট ও ১ হাজার ৩৫৯ দশমিক ১৮ পয়েন্টে।

 
এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩১৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সি পার্ল, ওরিয়ন ইনফিউশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, বীচ হ্যাচারি, জেমিনী সী ফুড,  লাফার্জহোলসিম বাংলাদেশ ও খান ব্রাদার্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ২৩ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৭৩ দশমিক ০৩ পয়েন্টে ও ১১ হাজার ১০৮ দশমিক ৯৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক কমেছে শূন্য দশমিক ২৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩০৯ দশমিক ৬৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৮২ দশমিক ৭৯ পয়েন্টে ও ১ হাজার ১৭০ দশমিক ৫৩ পয়েন্টে।
 
তবে সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন বেড়েছে ৬ কোটি ৯৫ লাখ টাকা।
 
সিএসইতে ১৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৩

▎সর্বশেষ

ad