ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

বিদেশি ঋণ পরিশোধের চাপে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৮:৫৩:৫০ পিএম

ডেস্ক নিউজ : ডলার সংকটের মধ্যে চাপ বাড়াচ্ছে বিদেশি ঋণ ও সুদ পরিশোধ। এক বছরের ব্যবধানে শুধু সুদ পরিশোধই বেড়েছে তিনগুণ। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ঋণ পাচ্ছে না বাংলাদেশ। ফলে প্রভাব পড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভে। ঋণ পরিশোধ বৃদ্ধির এ ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। পর্যাপ্ত ঋণের অভাব দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদেশি ঋণের অর্থছাড় যেমন কমেছে, তেমনি বাংলাদেশে বিদেশি ঋণ ও সুদের চাপ বেড়েছে অনেক। দেশে গত সেপ্টেম্বরের শেষে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে মাত্র ১২৮ কোটি ১৭ লাখ ডলার। বিপরীতে ঋণ ও সুদ পরিশোধ করতে হয়েছে ৮৭ কোটি ডলার বা ৯ হাজার ৫৩৪ কোটি টাকা। এর মধ্যে সুদই ছিল ৩৭ কোটি ৮৪ লাখ ডলার, অথচ গত বছরের একই সময়ে সুদ পরিশোধের পরিমাণ ছিল ১৩ কোটি ৭০ লাখ ডলার।

ইআরডি হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ১২৮ কোটি ১৭ লাখ ২০ হাজার ডলার। অথচ গত বছরের একই সময়ে দেশে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছিল ১৩৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার। অর্থাৎ, গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে অর্থছাড় কমেছে ৫ শতাংশ। ঋণ ও সুদ পরিশোধের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর শেষে বাংলাদেশ সুদসহ আসল পরিশোধ করেছে ৮৭ কোটি ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ৯ হাজার ৫৩৪ কোটি ২০ হাজার টাকা। অথচ গত বছরের একই সময়ে পরিশোধ করতে হয়েছিল ৫২ কোটি ৫৬ লাখ ১০ হাজার ডলার। এ ঋণ পরিশোধের চাপ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩৯ শতাংশ।

শুধু ঋণের সুদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, পরিশোধ করা মোট ঋণের মধ্যে সুদই রয়েছে ৩৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার, দেশি মুদ্রায় তা ৪ হাজার ১৪৬ কোটি ৯২ লাখ টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ১৩ কোটি ৭০ লাখ ৩ হাজার ডলার, দেশি মুদ্রায় তা ১ হাজার ২৯৭ কোটি টাকা। অর্থাৎ, বছরের ব্যবধানে শুধু সুদ পরিশোধের চাপই বেড়েছে তিনগুণ। বিদেশি ঋণের অর্থছাড় কমলেও ঋণের প্রতিশ্রুতি বেড়েছে অনেক। সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণদাতা সংস্থাগুলো ঋণের প্রতিশ্রুতি দিয়েছে ২৮৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে ৪০ কোটি ৫৪ লাখ ডলারের।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad