
স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার (১৭ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকাল সাড়ে ৩টায়। যার আগে কলম্বোর আকাশে চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকাল ও সন্ধ্যায় কলম্বোয় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি ঢংয়ে, সম্ভাবনা রয়েছে বজ্রপাতেরও। তবে রোববার ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কোনো কারণে আজকের ম্যাচ সম্পূর্ণ না হলে তা গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী খেলা অনুষ্ঠিত হবে সোমবার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এ নিয়মের বিষয়ে জানিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংস্থাটি টুর্নামেন্টের মাঝপথে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করে, যা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৫