ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এশিয়া কাপে আজ পাকিস্তান ভারতের শ্রেষ্ঠত্বের লড়াই

superadmin | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ১২:০৯:৫২ পিএম

ডেস্কনিউজঃ শ্রেষ্ঠত্বের সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন তো রোহিত শর্মা? নাকি দাসুন শানাকার ঠোঁট ফের চুমু আঁকবে শিরোপায়? এমন সমীকরণ সামনে নিয়ে এশিয়া কাপ ফাইনালে আজ রোববার মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত, বিপরীতে লঙ্কানরা চায় শিরোপা রেখে দিতে নিজেদের আঙ্গিনায়।

প্রায় ১৮ দিনব্যাপী চলতে থাকা এশিয়া কাপ উন্মাদনা শেষ হচ্ছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে ১৭ সেপ্টেম্বর রোববার পর্দা নামছে এবারের আসরের। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মধ্য রাতে শেষ হবে শিরোপা লড়াই। সব সমীকরণ মিলে যাবে রাতের মধ্য প্রহরে, এখন শুধুই থাকা অপেক্ষায়।

দুই দলের শক্তিমত্তার দিকে তাকালে আছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লড়াইয়ের পূর্ভাবাস। ভারত ও শ্রীলঙ্কা উভয় দলই বেশ দাপট ধরে রেখেছে আসরে। যেখানে ৫ ম্যাচের ৪টি জিতে উভয় দল উঠে এসেছে ফাইনালে। যা ভারতের ১০ম ও শ্রীলঙ্কার ১২তম এশিয়া কাপ ফাইনাল।

উভয় দল এর আগে শিরোপা জিতেছে একাধিবার। আসরের ইতিহাসে সর্বোচ্চ সাত শিরোপা ভারতের দখলে। শ্রীলঙ্কা আছে এর পরেই, তারা শিরোপা জিতেছে ছয়বার৷ লঙ্কানদের সামনে সুযোগ আছে আজ জিতে ভারতকে ছুঁয়ে ফেলতে, তাদের রাজত্বে ভাগ নিতে।

ব্যক্তিগত শক্তিমত্তার বিচারে বেশ এগিয়ে ভারত। সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাজত্ব করছেন শুভমান গিল। সর্বোচ্চ ২৭৫ রান তার। তবে এই তালিকায় সেরা পাঁচের মাঝে তিনি ছাড়া ভারতে নেই আর কেউই। ১৯৪ রান নিয়ে ছয়ে আছে রোহিত শর্মা।

বিপরীতে শ্রীলঙ্কার সেরা পাঁচে আছে ২ জন। যেখানে ২৫৩ রান নিয়ে দুইয়ে আছেন কুশল মেন্ডিস ও ২১৫ রান নিয়ে তিনে সাদিরা সামারাবিক্রমা। তাছাড়া ১৭৯ রান আছে চারিথ আসালাঙ্কার।

বোলিংয়েও আধিপত্য শ্রীলঙ্কার। শীর্ষস্থান তো বটেই, সেরা দুইয়ের দুজনই তাদের। ফলে সর্বোচ্চ উইকেট শিকারী হবার লড়াইটাও তাই চলছে তাদের নিজেদের মাঝেই। যেখানে ১১ উইকেট নিয়ে সবার উপরে মাথিশা পাথিরানা৷ একটা কম ১০টি উইকেট নিয়ে দুইয়ে দুনিথ ভিল্লালেগ। সেরা পাঁচে আছে ভারতেরও একজন। ৯ উইকেট নিয়ে চারে কুলদীপ যাদব।

এবারের আসরের ফাইনালিস্ট দুই দল মুখোমুখি হয়েছিল এর আগেও। আসরের সুপার ফোর পর্বেও একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করে তারা। যেখানে ভারতকে মাত্র ২১৩ আটকে দিয়েও জিততে পারেনি শ্রীলঙ্কা, নিজেরা অল আউট হয় ১৭২ রানে। হেরে যায় ৪১ রানের ব্যবধানে৷

এদিকে ফাইনালের আগে চোটে জর্জরিত উভয় দল। ভারত-শ্রীলঙ্কা দুই দলই হারিয়েছে নিজেদের গুরুত্বপূর্ণ দুই বোলারকে। ভারতের অক্ষর প্যাটেল ও শ্রীলঙ্কার মাহিশা থিকসানা থাকছেন না ফাইনালে।

বিপুল/১৭.০৩.২০২৩/ দুপুর ১২.০২

▎সর্বশেষ

ad