ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়: শাবনূর

uploader3 | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ - ১২:২৫:২৪ পিএম

বিনোদন ডেস্ক : তিনি তারকাদেরও তারকা। সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এবং স্টাইলিশ আইকন সালমান শাহ মাত্র ২৫ বছর বয়সেই অকাল প্রয়াত হন। মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এরমধ্যে ১৩টিতে জুটি বেঁধেছিলেন শাবনূরের সঙ্গে।

আজ তার ২৭ তম মৃতুবার্ষিকী। প্রয়াণের দিনে ক্ষণজন্মা এই নায়ককে স্মরণ করলেন শাবনূর। অস্ট্রেলিয়া থেকে এক ফেসবুক পোস্টে সালমানের এই নায়িকা লিখেছেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান। তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়। অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘ ২৭ বছর পর এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকেরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার মাগফিরাত কামনা করছি।’

জীবনের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ মৌসুমীর সঙ্গে জুটি হয়ে পর্দায় আবির্ভাব হলেও দ্বিতীয় সিনেমা ‘তুমি আমার’-এ নায়িকা হিসেবে শাবনূরকে পান সালমান। এরপর তারা দুজন জুটি হয়ে ১৩টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে রয়েছে—‘রঙিন সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’।

কিউটিভি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/দুপুর ১২:২৫

▎সর্বশেষ

ad