
বিনোদন ডেস্ক : বহু বছরের প্রথা ভেঙে একইদিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় হিন্দি সিনেমা ‘জাওয়ান’। দেশে সিনেমাটির মুক্তির খবরে উচ্ছ্বাসের কমতি নেই শাহরুখ ভক্তদের।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মিল রেখে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। সিনেমাটি গত সোমবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ে। আজ দুপুরে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার অনন্য মামুন।
সেইসাথে তিনি এও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জাওয়ান’।
বাংলাদেশে ‘জাওয়ান’ আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। বিনিময় প্রথায় ‘জাওয়ান’ এর বিপরীতে ভারতে যাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমাটি।
আজ বিশ্বব্যাপী ১০ হাজার হলে মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’। এরমধ্যে বাংলাদেশের ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’ নির্মাণ করেছেন ‘থেরি’, ‘মার্সেল’, ‘বিগিল’ খ্যাত পরিচালক অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথবার জুটি বেঁধেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। ছবিতে আরও রয়েছেন, বিজয় সেথুপতি, প্রিয়মণি, সঞ্জীতা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার, বোমান ইরানি, সঞ্জয় দত্ত প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।
কিউটিভি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সকাল ১১:৫২