খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম এর প্রথম কমিটি গঠন

superadmin | আপডেট: ১২ জুন ২০২৩ - ০২:৪৩:৫৯ এএম

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা : খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের এক সাধারণ সভা ১০ জুন ২০২৩ খ্রিস্টাব্দ শনিবার খলিলগঞ্জ স্কুল ও কলেজ কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। সভায় অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ নওয়াব আলী আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ ইউনুছ আলীকে সদস্য- সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা সদরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রথম একটি সংগঠনের যাত্রা শুরু হল। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত খলিলগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শুরুর লগ্ন থেকে অদ্যাবধি হাজার হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী দীর্ঘদিন যাবৎ সতীর্থ সহপাঠী সহ স্কুল ও পরবর্তীতে কলেজ জীবনের স্মৃতিকাতরতায় মাঝে মাঝে গেট টুগেদারের প্রত্যাশায় ৬২ বছর পর সৃষ্টি করলো একটি সংগঠন, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম বা Khalilganj School & Collage Alumni Association,Kurigram (KGSCAAK) ।

সাধারণ সভায় উপস্থিত সকলই খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আহবায়ক, সদস্য সচিব সহ সকল সম্মানিত সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। সকলই আশাবাদ ব্যক্ত করেছেন যে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এর ইতিহাস ঐতিহ্যকে লালন ও ধারণ করে এই সংগঠনটি অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র-ছাত্রীদের একটি মিলন মেলায় পরিণত করবে।

কিউএনবি/ আয়েশা /১১.০৬.২০২৩/রাত ৮.৪৫ 

▎সর্বশেষ

ad