ব্রেকিং নিউজ
আমেরিকায় সর্বাধুনিক হেলিকপ্টার আবিস্কার করলেন বাংলাদেশী বিজ্ঞানী দূতাবাসকর্মীদের নিরাপত্তার ইস্যুতে ঢাকাকে ওয়াশিংটনের বার্তা দ্বিতীয় স্ত্রীকে অস্বীকারঃ আক্কেলপুরের ইউএনও আরিফুলকে ওএসডি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে নিতে হাসপাতাল খুঁজছে পরিবার গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অংশগ্রহণ নিঃসন্দেহ ঐতিহাসিক : মির্জা ফখরুল এবার ১০ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

বার্লিনে নেতানিয়াহু, বিক্ষোভকারীরা বললেন ‘ক্রাইম মিনিস্টার’

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৩ - ০৩:৫৬:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত পূর্ব পরিকল্পিত বার্লিন সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জার্মানির রাজধানীতে পৌঁছে কিছুটা চাপের মুখেই পড়তে হলো তাকে। কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু জার্মানির রাজধানীতে পৌঁছানোর পরপরই কয়েকশো ইসরায়েলি নাগরিক তার সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের মধ্যে ব্রান্ডেনবুর্গ তোরণের কাছে থাকা বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে প্রতিবাদ করছিল।

প্রায় দশ সপ্তাহ ধরে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে ইসরায়েলে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু বার্লিন সফরে এলেন বটে, কিন্তু তাতে কিছুটা কাটছাঁটও করতে হলো। জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ইসরায়েলি বুদ্ধিজীবীদের খোলা চিঠি সত্ত্বেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জার্মানি সফর বাতিল করা হয়নি। তবে জার্মানি সফরে এসেও নিজের বিতর্কিত নীতির পক্ষে যুক্তি তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

যাবতীয় সমালোচনা অগ্রাহ্য করে বিদেশের মাটিতে দাঁড়িয়েও তিনি বিচার বিভাগের সংস্কারের বিতর্কিত পদক্ষেপের পক্ষে সুর তুললেন। তার মতে, এর ফলে আরও শক্তিশালী হয়ে উঠবে ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামো। তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মতো ইসরায়েলেও ক্ষমতার কেন্দ্রগুলোর মধ্যে ভারসাম্য আনতে চাইছেন।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বিষয়টিকে কেন্দ্র করে তার সরকারের বিরুদ্ধে ‘অপবাদ এবং মিথ্যাচার’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন। তবে জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু জানান, দেশে যা ঘটছে তা মন দিয়ে লক্ষ্য করছেন। অবশ্য নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর স্টাইনমায়ারের দপ্তর থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস প্রকাশ্যে ইসরায়েলের সরকারের এই বিতর্কিত পদক্ষেপ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তিনি নেতানিয়াহুকে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেন। ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সমঝোতা প্রস্তাব সম্পর্কে এখনো শেষ কথা বলা হয়নি।

ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করে প্রেসিডেন্ট তার আনুষ্ঠানিক ভূমিকা সত্ত্বেও বুধবার সেই প্রস্তাব পেশ করেন। নেতানিয়াহু অবশ্য অবিলম্বে সেই উদ্যোগের বিরোধিতা করেছেন। এর আগে জার্মান চ্যান্সেলর ও নেতানিয়াহু দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেন। বলা হয়েছে, জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি করে যাবে। পাশাপাশি ইসরায়েল থেকে ‘অ্যারো ৩’ নামের এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চায় বার্লিন।

 

 

কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৩

▎সর্বশেষ

ad