ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

একরাতে ৮১টি ‍রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ইউক্রেনীয় নিহত

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৪:৪৪:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তরফ থেকে বড় ধরনের কোনো আক্রমণ দেখা যায়নি গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে। দীর্ঘ বিরতির পর রুশ ক্ষেপণাস্ত্র বৃষ্টি আঘাত হানল ইউক্রেনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের দশটি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আবাসিক এলাকা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘একটি কঠিন রাত গেছে। দেশজুড়ে বিপুল পরিমাণ রকেট হামলার ঘটনা ঘটেছে। কিয়েভ, কিরোভোহরাদ, দিনিপ্রো, ওদেসা, খারকিভ, জাপোরিঝিয়া, লভিভ, ইভানো-ফ্র্যাঙ্কিভস্ক, ঝাইতোমির, ভিনিৎসিয়ায় এ হামলায় বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছেন। হতাহতেদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’ 

জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, ‘দখলদাররা কেবল বেসামরিক নাগরিকদের আতঙ্কিতই করতে পারে। তাদের এর বাইরে কিছুই করার সক্ষমতা নেই। তবে এটি তাদের কোনো সহায়তা করবে না।’
ইউক্রেনের জরুরী পরিষেবার তথ্যানুসারে, পশ্চিম লভিভ অঞ্চলের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিপ্রোর কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেন সরকার জানিয়েছে, বুধবার রাতে রাশিয়া সবমিলিয়ে ৮১টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তার মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩৪টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘গত রাতে শত্রুরা ইউক্রেনের অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে। রাশিয়া তাদের বিভিন্ন ঘাঁটি থেকে ৮১টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। যার মধ্যে ইউক্রেন ৩৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।’

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad