ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

দারুণ শুরুর পর খরুচে মুস্তাফিজ

Ayesha Siddika | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ১১:১১:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নেন মুস্তাফিজ। প্রথম দুই বলে সিঙ্গেল দিয়ে পরের সবগুলো ডট। দারুণ বোলিংয়ে পাওয়ার প্লেতে আরেক ওভার করেন তিনি। এবার দেন ৯ রান। দুই ওভারে ১১ রান দেওয়ার পর শেষ স্পেল করেন লম্বা সময় পর।

১৪তম ওভারে বল হাতে নিয়ে মুস্তাফিজ প্রথম বলেই সিকান্দার রাজাকে ফিরতি ক্যাচে মাঠছাড়া করেন। নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন বাঁহাতি পেসার। ৩ ওভারে ১২ রান দেওয়া মোস্তাফিজ শেষটায় ছিলেন খরুচে।

শেষের আগের ওভারে বোলিং করে ১২ রান দেন মুস্তাফিজ। শেষ তিন বলেই দিয়েছে ৯ রান, দুটি চার মারেন হারমিত সিং ও আদিল রশিদ। ৪ ওভারে ২৭ রান খরচায় ১ উইকেট নেন মুস্তাফিজ। লিগ পর্বে এক ম্যাচ হাতে রেখে ১৫ উইকেট তার। ম্যাচে দুটি উইকেট নিয়ে তাকে পেছনে ফেলে শীর্ষে দুবাইয়ের সতীর্থ ওয়াকার সালামখিল (১৭)।

শারজার ১৩৪ রান সংগ্রহে সবচেয়ে বেশি রান জনসন চার্লসের। এই ওপেনার ৪৬ বলে করেন ৪৩ রান। মোনাঙ্ক প্যাটেলের ১৩ বলে ২৪ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ দিকে আদিল ৯ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।

 

 

আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad