ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

মুস্তাফিজ-তাসকিন বিপিএলে যোগ দিবেন কবে

khurshed | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৭:০৩:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : চলমান আইএল টি-টোয়েন্টিতে খেলছেন বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। আগামী শুক্রবার সিলেটে শুরু হবে বিপিএল। সংযুক্ত আরব আমিরাত থেকে তারা কবে আসবেন দেশে, কবে যোগ দিবেন বিপিএলে, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে।

মুস্তাফিজ ও তাসকিন যথাক্রমে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্জের হয়ে খেলছেন। দুজনেই বল হাতে আলো ছড়াচ্ছেন। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে মুস্তাফিজ। ৮ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে দুবাই। তাসকিনের শারজা আছে তলানিতে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে তাদের উপরে।  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে দুবাই-শারজাহ। দুবাই এই ম্যাচ জিতলে ১০ পয়েন্ট নিয়ে উঠে যাবে প্লে-অফে। শারজা ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। 

ভক্তদের মনে প্রশ্ন বিপিএলের শুরু থেকে থাকবেন তো মুস্তাফিজ-তাসকিনরা। আশার খবর দ্রুত সময়েই তারা দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। সব ঠিক থাকলে তাসকিন নিজেদের প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন। তার দল ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। আগামী শনিবার ঢাকা প্রথম ম্যাচ খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। মুস্তাফিজদের রংপুর ২৯ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বিপিএল শুরু করবে।

 

 

খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad