
স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের দ্বিতীয় ম্যাচটা ছিল কুইন্সল্যান্ডের ব্রিসবেনে। ম্যাককলাম শিষ্যরা এরপর কুইন্সল্যান্ড উপকূলের নুসা সমুদ্র সৈকতে বেশ কয়েক দিন অতিবাহিত করেন। অস্ট্রেলিয়ান সংমাদমাধ্যমের খবর, বেন স্টোকসরা প্রায় ৬ দিন মদ্যপান করেছেন। এরপর গেছেন অ্যাডিলেডে তৃতীয় টেস্ট খেলতে।
ব্রিসবেনে হারের পর অতিরিক্ত প্রস্তুতির দোষ দিয়েছিলেন ম্যাককলাম। তৃতীয় টেস্টের আগে তেমন অনুশীলন না করেও একই ভাগ্য বরণ করতে হয় সফরকারী দলকে। ৮২ রানে ম্যাচ হেরে মাত্র ১১ দিনে হারিয়ে ফেলে অ্যাশেজ ট্রফি। এরপর শুরু হয়েছে স্টোকসদের সমালোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেন ডাকেটের একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিও সম্পর্কে বলা হচ্ছে, ইংল্যান্ড ওপেনার অতিরিক্ত মদ্যপান করে হোটেলের পথ হারিয়ে ফেলেছেন। ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে ইংল্যান্ড ক্রিকেট (ইসিবি)। মদ্যপানের অভিযোগ তদন্ত করার ঘোষণাও তাদের।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর অব ক্রিকেট রব কি বলেন, ‘ছয় দিন মদ্যপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই বিষয়টা খতিয়ে দেখব। আমি ড্রিংকিং কালচারটা পছন্দ করি না।’
বেন স্টোকসদের মদ্যপানের বিষয়টিকে খারাপভাবে দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ড্যারেন লেহম্যান। ইংল্যান্ডের ক্রিকেটাররা কোনো বাজে পরিস্থিতির তৈরি করেননি বলে দাবি তার। এবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি নুসায় ছিলাম। এটা (ইংল্যান্ডকে নিয়ে সমালোচনা) আমাকে বিরক্ত করছে… ওরা যথেষ্ট ভালো খেলেনি, সিরিজের প্রথম খেলার আগে ওদের প্রস্তুতি (ভালো ছিল না) আমি সব বুঝতে পারছি। কিন্তু আসলে আমি ওখানে ছিলাম। ওরা আসলে খুব ভালো আচরণ করেছিল। ওরা স্থানীয়দের সাথে মিশেছে, ভালো সময় কাটিয়েছে।’
খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩০






