ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

আরেক তেল ট্যাংকার জব্দে মার্কিন কোস্টগার্ডের অভিযান

khurshed | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৭:২৫:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলের ট্যাংকার ধরার জন্য গত রোববার (২১ ডিসেম্বর) পিছু নেয় মার্কিন কোস্টগার্ড। জাহাজটি ভেনেজুয়েলা থেকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

মার্কিন ও ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ট্যাংকারটির নাম বেলা–১। এটি একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ, যেটিকে গত বছর মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটির সঙ্গে ইরানের সংযোগ রয়েছে।
 
ট্যাংকার ট্র্যাকার ডটকম জানায়, ভেনেজুয়েলার দিকে যাত্রার সময় ট্যাংকারটি খালি ছিল। অতীতে এটি ভেনেজুয়েলার তেল চীনে পরিবহন করেছে এবং এর আগে ইরানের তেল বহন করত। রয়টার্সের প্রতিবেদন মতে, ট্যাংকারটি এখনও আটক করতে পারেনি মার্কিন কোস্টগার্ড।
 
প্রতিবেদন মতে, নাবিকরা কোস্টগার্ড সদস্যদের ট্যাংকারে উঠতে দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে আটকের কাজটি সম্পন্ন করতে এখন মেরিটাইম সিকিউরিটি রেসপন্স টিমের মতো বিশেষজ্ঞ দলের প্রয়োজন। যারা এই পরিস্থিতিতে জাহাজে উঠতে পারবেন, এমনকি হেলিকপ্টার থেকে র‍্যাপেলিংয়ের (দড়ি বেয়ে) মাধ্যমেও নামতে পারবেন।
 
এমন পরিস্থিতিতে অতিরিক্ত সদস্য পৌঁছানোর অপেক্ষায় রয়েছে কোস্টগার্ড। এদিকে এই অভিযানে ভেনেজুয়েলা উপকূলে অনুমোদিত তেল ট্যাংকার জব্দ করার ট্রাম্প প্রশাসনের ইচ্ছা এবং অভিযান পরিচালনাকারী সংস্থা কোস্টগার্ডের সীমিত সম্পদের মধ্যকার অসঙ্গতি ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে।
 
এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা আরেকটি ট্যাংকার আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাগামী তেল ট্যাংকার অবরোধের নির্দেশ দেয়ার পাঁচদিনের মাথায় এই তেল ট্যাংকার আটক করা হয়।
 
চলতি মাসে আটক হওয়া দ্বিতীয় ট্যাংকার ছিল এটা। এর আগে গত ১০ ডিসেম্বর ভেনেজুয়েলার একটি তেলের ট্যাঙ্কার জব্দ করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। ভেনেজুয়েলার আশপাশের অঞ্চলে কয়েক হাজার সেনা এবং ডজনখানেক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে।
 
সেই সঙ্গে গত সেপ্টেম্বর থেকে মাদক চোরাচালানের অভিযোগে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় একের পর এক হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় ১০০ জন মানুষ নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসন তাদের ‘মাদক সন্ত্রাসী’ বলে দাবি করে বলছে, নৌকাগুলোতে মাদক বহন করা হচ্ছিল। যদিও নিজেদের এই দাবির পক্ষে কোনো প্রকাশ্য দেয়নি বা দিতে পারেনি। এসব হামলার জন্য মার্কিন সামরিক বাহিনী কংগ্রেসের তদন্তের মুখে রয়েছে।
 
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উৎখাতে সর্বোচ্চ চাপ বৃদ্ধি অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভেনেজুয়েলায় আসা–যাওয়া করা সব তেল ট্যাংকার অবরুদ্ধ করার নির্দেশ দেন ট্রাম্প। মূলত ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রধান আয়ের উৎসকে নিশানা করে চাপ বৃদ্ধি করতে যে চেষ্টা চালাচ্ছে, তারই সর্বশেষ সংযোজন এটি। একই সঙ্গে ট্রাম্প মাদুরো সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেন।
 
ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিহিত করেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলা ‘আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীদের দ্বারা সংঘটিত একটি নতুন বেসরকারি তেল পরিবহনকারী জাহাজ চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি এর ক্রুদের জোরপূর্বক অন্তর্ধানের নিন্দা ও প্রত্যাখ্যান করছে’।
 

২০১৯ সালে ভেনেজুয়েলার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশটির তেলের ক্রেতা ও শোধনাগারগুলো তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে। এসব ট্যাংকার নিজেদের অবস্থান গোপন রাখে। অনেক ক্ষেত্রে ইরান বা রাশিয়ার তেল পরিবহনের কারণে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলো ব্যবহার করা হয়। ট্যাংকার ট্র্যাকার্স ডটকমের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার জলসীমায় থাকা বা দেশটির দিকে আসা ৮০টি জাহাজের মধ্যে ৩০টির বেশি জাহাজের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে।

 

 

খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad