
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রথমবার অ্যাশেজ সিরিজ খেলতে নেমে দুই ম্যাচে বিবর্ণ ছিলেন জোফরা আর্চার। পার্থ ও ব্রিসবেনে নেন তিন উইকেট। অ্যাডিলেডে তিনি জ্বলে উঠেছিলেন। তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট পান এবং ব্যাটিংয়ে করেন হাফ সেঞ্চুরি। জ্বলে উঠতেই তার অ্যাশেজ সিরিজ শেষ হয়ে গেল।
৩০ বছর বয়সী পেসারকে মেলবোর্ন ও সিডনিতে পাচ্ছে না ইংল্যান্ড। সাইড স্ট্রেইনে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন তিনি। আজ (বুধবার) চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের একাদশ ঘোষণার সময় এই তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ব্রিসবেন টেস্টের পর বাঁ হাঁটুর ইনজুরিতে মার্ক উড ছিটকে যান। এবার আরেক পেসারকে হারিয়ে বড় ধাক্কা খেল সফরকারীরা। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে প্রথম অস্ট্রেলিয়া সফর শেষ হলো আর্চারের।
২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের দলে আর্চারের স্থলাভিষিক্ত হয়েছেন গাস অ্যাটকিনসন। নির্বাচকরা দলে অন্তর্ভুক্ত করেছেন জ্যাকব বেথেলকে। বাদ পড়া অলি পোপের জায়গা তিন নম্বরে ব্যাট করবেন তিনি।
অ্যাশেজের তিন টেস্টে পোপ অফফর্মে। ছয় ইনিংসে ১২৫ রান এসেছে তার ব্যাটে, এর মধ্যে ৭৯ রানই হয়েছে প্রথম টেস্টে। ইংল্যান্ড এরই মধ্যে সিরিজ হেরে গেছে। প্রথম তিন টেস্টই জিতেছে অস্ট্রেলিয়া। ১১ দিন খেলেই সিরিজ ৩-০ তে এগিয়ে থেকে নিশ্চিত করেছে তারা।
আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০০






