
স্পোর্টস ডেস্ক : বুধবার (৮ মার্চ) শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে গেছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে ও মেসিকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ এদিন যেন নিষ্ক্রিয় হয়ে রয়েছিল। বিশেষ করে লিওনেল মেসিকে তো এই ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি।
বায়ার্নের বিপক্ষে আরও একবার মেসি ব্যর্থ। আর এটাই যেন নিয়তি তার। তাই তো ম্যাচ শেষে বায়ার্নের কিংবদন্তি টমাস মুলার অনেকটা ব্যঙ্গ করে বলছেন, যখন মেসির মুখোমুখি হয় বায়ার্ন, সবকিছু বায়ার্নের পক্ষে চলে, এমনকি ম্যাচের ফলও।
কিন্তু গতরাতে মাঠে একবার বল নিয়ে দৌড়াতে দেখা ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায়নি মেসিকে। উল্টো মাঝে মাঝে দৃষ্টিকটুভাবে বল খুইয়ে দলকে ফেলেছেন বিপদে। আর প্রথম লেগ ও দ্বিতীয় লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো তারকাসমৃদ্ধ পিএসজির।
বায়ার্নের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জয়ের পর সংবাদকর্মীদের সামনে মেসিকে নিয়ে রীতিমতো ব্যঙ্গই করেছেন। বলছেন, মেসি নয় বরং ক্রিস্টিয়ানো রোনালদোই তাদের বেশি ঝামেলায় ফেলেছেন। মুলার বলেন, ‘মেসির বিপক্ষে সবকিছুই বরাবর ভালোই যায়, ফলের ক্ষেত্রেও। ক্লাব পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে আমাদের সমস্যায় ফেলেছে। মেসির বিশ্বকাপ পারফরম্যান্সের প্রতি সর্বোচ্চ সম্মান রয়েছে আমার। বিশ্বকাপে মেসির ব্যক্তিগত পারফরম্যান্স অসাধারণ ছিল। সে গোটা স্কোয়াডকে টেনেছে। পিএসজির মতো দলের হয়ে খেলাটা সহজ নয়। এমন দলে ভারসাম্য রক্ষা করা আসলেই কঠিন।’
২০০৯ সালে প্রথম দেখায় অবশ্য বায়ার্নের বিপক্ষে সফলই হয়েছিলেন মেসি। বার্সেলোনাকে সেবার ৪-০ গোলের জয় উপহার দিয়েছিলেন। তবে ২০১২-১৩ মৌসুমে দুই লেগ মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে ৭-০ গোলে জয় পায় বায়ার্ন। এরপর থেকেই ব্যাভেরিয়ান জায়ান্টদের বিপক্ষে আর সফল হতে পারেনি মেসির দল। ২০১৯-২০ মৌসুমে বার্সেলোনার হয়ে এক ম্যাচে ৮-২ গোলের লজ্জার হারেও পড়তে হয়েছে বায়ার্নের বিপক্ষে।
কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০