ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

মেসি নয়, রিয়ালের হয়ে রোনালদো আমাদের সমস্যায় ফেলেছে: মুলার

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৪:৪২:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : বুধবার (৮ মার্চ) শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে গেছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে ও মেসিকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ এদিন যেন নিষ্ক্রিয় হয়ে রয়েছিল। বিশেষ করে লিওনেল মেসিকে তো এই ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি।

বায়ার্নের বিপক্ষে আরও একবার মেসি ব্যর্থ। আর এটাই যেন নিয়তি তার। তাই তো ম্যাচ শেষে বায়ার্নের কিংবদন্তি টমাস মুলার অনেকটা ব্যঙ্গ করে বলছেন, যখন মেসির মুখোমুখি হয় বায়ার্ন, সবকিছু বায়ার্নের পক্ষে চলে, এমনকি ম্যাচের ফলও।

মুলারের কথার প্রমাণ তো গতকালকের ম্যাচেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে যখন পিএসজির বিপক্ষে বায়ার্নের খেলা পড়ে তখনই শঙ্কা জেগেছিল মেসিভক্তদের মনে। কারণ ব্যাভেরিয়ান দলটাই তো লিওর অ্যাকিলিস হিল! তারপরও সাম্প্রতিক ফর্ম আর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অভিশাপ কাটানোর পর আশা জেগেছিল এবার হয়ত কাটবে বায়ার্ন অভিশাপও।

কিন্তু গতরাতে মাঠে একবার বল নিয়ে দৌড়াতে দেখা ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায়নি মেসিকে। উল্টো মাঝে মাঝে দৃষ্টিকটুভাবে বল খুইয়ে দলকে ফেলেছেন বিপদে। আর প্রথম লেগ ও দ্বিতীয় লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো তারকাসমৃদ্ধ পিএসজির।

বায়ার্নের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জয়ের পর সংবাদকর্মীদের সামনে মেসিকে নিয়ে রীতিমতো ব্যঙ্গই করেছেন। বলছেন, মেসি নয় বরং ক্রিস্টিয়ানো রোনালদোই তাদের বেশি ঝামেলায় ফেলেছেন। মুলার বলেন, ‘মেসির বিপক্ষে সবকিছুই বরাবর ভালোই যায়, ফলের ক্ষেত্রেও। ক্লাব পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে আমাদের সমস্যায় ফেলেছে। মেসির বিশ্বকাপ পারফরম্যান্সের প্রতি সর্বোচ্চ সম্মান রয়েছে আমার। বিশ্বকাপে মেসির ব্যক্তিগত পারফরম্যান্স অসাধারণ ছিল। সে গোটা স্কোয়াডকে টেনেছে। পিএসজির মতো দলের হয়ে খেলাটা সহজ নয়। এমন দলে ভারসাম্য রক্ষা করা আসলেই কঠিন।’

২০০৯ সালে প্রথম দেখায় অবশ্য বায়ার্নের বিপক্ষে সফলই হয়েছিলেন মেসি। বার্সেলোনাকে সেবার ৪-০ গোলের জয় উপহার দিয়েছিলেন। তবে ২০১২-১৩ মৌসুমে দুই লেগ মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে ৭-০ গোলে জয় পায় বায়ার্ন। এরপর থেকেই ব্যাভেরিয়ান জায়ান্টদের বিপক্ষে আর সফল হতে পারেনি মেসির দল। ২০১৯-২০ মৌসুমে বার্সেলোনার হয়ে এক ম্যাচে ৮-২ গোলের লজ্জার হারেও পড়তে হয়েছে বায়ার্নের বিপক্ষে।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad