
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
টস জিতে আগে বোলিং করা প্রসঙ্গে সাকিব বলেন, আমরা ঠিক জানি না কতো রান যথেষ্ট হবে। এ কারণে আগে তাদের ব্যাটিং করতে দিচ্ছি। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হলো তৌহিদ হৃদয়ের। ২০১৫ সালের পর দলে ফেরানো হয়েছে রনি তালকুদারকে।
হৃদয় ও রনি দুজনই সদ্য শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। যে কারণে তাদের জাতীয় দলে সুযোগ মেলে। হৃদয় ও রনিকে দলে নেয়া প্রসঙ্গে অধিনায়ক সাকিব বলেন, নতুনেরা বিপিএলে ভালো করেছে। আশা করি এখানেও করবে।
কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৫